এশিয়ান গেমসে খেলছেন না বিশ্ব চ্যাম্পিয়ন মিরাবাই
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৮, ১৪:০১
![](https://bangla.jagoroniya.com/templates/jagoroniya-v1/images/jagoronia.png)
![](/assets/news_photos/2018/08/16/image-16505.jpg)
নারীদের ৪৮ কেজি ওজন শ্রেণীতে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ও কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী ভারোত্তোলোক মিরাবাই চানু এশিয়ান গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। আর এরই মাধ্যমে আসন্ন এশিয়ান গেমসে ভারোত্তোলনে স্বর্ণ জয়ের আশা অনেকটাই ফিকে হয়ে গেছে ভারতের।
ভারতীয় ভারত্তোলোন ফেডারেশনের সেক্রেটারী সাহদেব যাদব বলেছেন, এটা আমাদের জন্য অত্যন্ত দু:খের একটি সংবাদ। তাকে নিয়েই আমাদের মূল ভরসা ছিল। স্বর্ণ জয়ের তালিকায় সেই আমাদের মূল খেলোয়াড় ছিল। কিন্তু পিঠের ইনজুরির কারণে মিরাবাই চানুকে সরে দাঁড়াতে হয়েছে।
২৩ বছর বয়সী চানু ২০১৪ সালের গ্ল্যাসগো কমনওয়েলথ গেমসের ৪৮ কেজি ওজনশ্রেণীতে রৌপ্য পদক জিতেছিলেন। এরপর ২০১৭ সালের বিশ্ব চ্যাম্পিয়নশীপে স্বর্ণ জয়ের পরে এপ্রিলে গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম স্বর্ণ পদক লাভ করেন। নভেম্বরে তুর্কেমেনিস্তানে অনুষ্ঠিতব্য বিশ্ব চ্যাম্পিয়নশীপের কারণে চানু কোন ধরনের ঝুঁকি নিতে চাচ্ছেনা বলে যাদব নিশ্চিত করেছেন। ২০২০ টোকিও অলিম্পিকের প্রস্তুতির শুরুটা হবে এই বিশ্ব চ্যাম্পিয়নশীপ দিয়েই।
ভারত আসন্ন এশিয়ান গেমসে ৫৪০এরও বেশি খেলোয়াড় ইন্দোনেশিয়ায় প্রেরণ করছে।