ডোপ টেস্টেও বর্ণ বৈষম্যের শিকার সেরেনা

প্রকাশ : ২৫ জুলাই ২০১৮, ১৮:১৯

জাগরণীয়া ডেস্ক

আমেরিকার টেনিস খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ডোপ টেস্টের মুখোমুখি হয়েছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস। 

এ প্রসঙ্গে এক টুইটার বার্তায় সেরেনা লিখেছেন, সময় এখন এমন হয়েছে যে যখন ইচ্ছা ড্রাগ টেস্টে ডাকবে এবং শুধু সেরেনাকেই ডাকা হবে। এটা ইতোমধ্যেই প্রমাণিত যে সব খেলোয়াড়দের মধ্যে আমাকেই সবচেয়ে বেশি ডোপ টেস্ট দিতে হয়েছে। এটা কে বৈষম্য বলা যায়? আমার তো তা ই মনে হয়।

সম্প্রতি এ সংক্রান্ত একটি গবেষণামূলক প্রতিবেদন প্রকাশ করেছে ‘ডেডস্পিন’। যেখানে জানা গিয়েছে তার মতো এত বেশিবার ডোপ টেস্ট দিতে হয়নি কাউকেই। 

সেরেনা বলেন, আমি আগে জানতামই না যে অন্য সবার চেয়ে এতো বেশিবার আমাকে ডোপ টেস্ট দিতে হয়েছে। আমি ওই(ডেডস্পিনের) প্রতিবেদন পড়ে জানতে পেরেছি এটি কতটা বৈষম্যপূর্ণ ছিল আমার জন্য। তারা আমাকে বিশ্বের অন্য খেলোয়াড় না হোক, অন্তত আমেরিকার খেলোয়াড়দের মতো করেও দেখে না।

শুধুমাত্র  ২০১৮ সালেই পাঁচবার সেরেনাকে দিতে হয়েছে নিজের ডোপ পরীক্ষা। নিষিদ্ধ কোন মাদক বা ওষুধ গ্রহণ করেন না, এ তথ্য বারবার প্রমাণ করতে হয়েছে কিংবদন্তী এই টেনিস তারকাকে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত