পারলেন না শারাপোভা
প্রকাশ : ০৭ জুন ২০১৮, ১৯:৪৪
ফ্রেঞ্চ ওপেনে এবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিলেন টেনিস জগতের অন্যতম তারকা খেলোয়ার মারিয়া শারাপোভা। শারাপোভাকে ৬-২, ৬-১ গেমে উড়িয়ে দিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছেন স্প্যানিশ তারকা গারবিন মুগুরুসা।
২৪ বছর বয়সী তারকা মুগুরুসা ২০১৬ সালে ফরাসি ওপেন জিতে প্রথম গ্র্র্যান্ড স্লামের স্বাদ পেয়েছিলেন। আরও একবার এর স্বাদ নেয়ার খুব কাছে আছেন তিনি।
হতাশ হলেও নিজের সার্বিক পারফরম্যান্স নিয়ে অসন্তুষ্ট নন শারাপোভা, ‘এ বছর আমি কয়েকটি প্রথম রাউন্ডের ম্যাচ হেরেছি যেগুলো জিততে চেয়েছিলাম। কিন্তু যে জয়গুলো পেয়েছি সেগুলো ইঙ্গিত দিচ্ছে আমি সঠিক পথে আছি।’
শারাপোভাকে হারানোর পর মুগুরুসা বলেছেন, একজন সেরা খেলোয়াড়ের বিপক্ষে লড়াই ছিল। তাকে হারাতে আমার সেরা খেলাটা নিশ্চিত করতে হতো। ফল নিয়ে আমি ভাবিনি। আমি কেবল ভাবছিলাম যেন আমার পারফরম্যান্সটা পড়ে না যায়, একটিও পয়েন্ট দিতে চাইনি। এটা আমার পারফরম্যান্সকে সহায়তা করেছে মনে হয়।