এশিয়া কাপে ভারতকে হারাল বাংলাদেশ
প্রকাশ : ০৬ জুন ২০১৮, ২০:৪৯
নারী এশিয়া কাপ ক্রিকেটে ৯তম ম্যাচে অলরাউন্ডার রুমানা আহমেদের অন্যতম পারফরমেন্সে শক্তিশালী ভারতকে বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
৬ জুন (বুধবার) মালয়েশিয়ার কুয়ালালামপুরে ভারতকে ৭ উইকেটে হারিয়েছে বাংলার বাঘিনীরা।
প্রথমে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারতের অধিনায়ক হারমানপ্রিত কৌর। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪১ রান করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক হারমানপ্রিত কৌর ৩৭ বলে ৬ চারে ৪২ রান, দিপ্তি সর্মা ২৮ বলে ৫ চারে ৩২ রান এবং পূজা ভাসট্রাকার ২০ বলে ৪ চার ২০ রান করেন।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রুমানা আহমেদ ৪ ওভার বল করে মাত্র ২১ রান দিয়ে ৩টি উইকেট এবং অধিনায়ক সালমা খাতুন ১টি উইকেট নিয়েছেন।
১৪২ রানের তারা করতে নেমে ১৯.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে যায় বাংলাদেশের নারীরা। দলের হয়ে সর্বোচ্চ অপরাজিত ফারজানা হক ৪৬ বলে ৫ চার ও ১ ছয়ে ৫২ রান, রুমানা আহমেদ ৩৪ বলে ৬ চারে ৪২ রান এবং শামীমা সুলতানা ২৩ বলে ৭ চারে ৩৩ রান করেন।
ভারতের হয়ে সর্বোচ্চ পূজা, রাজেস্বরী ও পুনাম ১টি করে উইকেট নেন।
ম্যাচ সেরা হয়েছেন রুমানা আহমেদ।