রাশিয়া বিশ্বকাপ: ইংলিশ খেলোয়াড়দের সাথে থাকছেন না ওয়াগরা
প্রকাশ : ১৮ মে ২০১৮, ১৩:৫৫
ইংলিশ ফুটবলররা যেখানেই যান কেন, সাথে থাকেন ‘ওয়াইফ এন্ড গার্লফ্রেন্ড’ -সংক্ষেপে ওয়াগদের বহর। এবার রাশিয়া বিশ্বকাপে এই বিষয়ে থাকছে কড়াকড়ি।
ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট বলেছেন, মাঠের খেলার জন্য সমর্থন জানাতে রাশিয়া আনতে আপত্তি নেই বউ-বান্ধবীদের। ম্যাচ না থাকলে প্রিয় মানুষের পাশে কিছু সময় কাটানোর অনুমতিও রয়েছে। তবে কোনভাবেই খেলোয়াড়দের হোটেলের ত্রিসীমানায় প্রবেশ করতে পারবেন না তারা। বিশ্বকাপে ভলগোগ্রাদ, নিঝনি নভোগ্রাদ ও লেলিনগ্রাদে খেলবে ইংল্যান্ড দল। সেসময় খেলোয়াড়দের সাথে একই বিমানেও উঠতে পারবেন না তারা।।
মাঠের খেলায় মনোযোগ দিতে ইংলিশ কোচদের ‘ওয়াগ’ বর্জন নতুন কিছু নয়। সেভেন গোরান এরিখসেনের আমল থেকে শুরু। এরপর কেউ কেউ নিয়ম খানিকটা শিথিল করলেও বেশিরভাগ টুর্নামেন্টের সময় শিষ্যদের বউ-বান্ধবীদের সঙ্গে দেখা করতে দেননি ইংলিশ কোচরা। সাউথগেট হাঁটছেন সেই কঠিন পথেই।