কুস্তিতে সেমিফাইনাল নিশ্চিত করলেন বাংলাদেশের শিরিন
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৮, ২২:২১
জাগরণীয়া ডেস্ক
অস্ট্রেলিয়ার চলমান গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে আবারও একটি পদক জয়ের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন কুস্তিগীর শিরিন সুলতানা।
১৩ ফেব্রুয়ারি (শুক্রবার) কারারা স্পোর্টস গ্রাউন্ডে নারীদের ৬৮ কেজি কুস্তি ডিসিপ্লিনে কেনিয়ার লিলিয়ান এন্থিগাকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন শিরিন। এ প্রতিযোগিতায় ৮ পয়েন্ট অর্জন করেন তিনি। তার ক্লাসিফিকেশন পয়েন্ট ৫। সেমিফাইনালে প্রতিপক্ষ কানাডার ড্যানিয়েলা লোপেজের মুখোমুখি হবেন শিরিন। তিনি ইসলামিক সলিডারি গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন।
কুস্তিতে ভাল খবর থাকলেও মেয়েদের শুটিংয়ে নেই ভাল খবর। ৫০ মিটার রাইফেল ডিসিল্পিনে ১২ ও ১৩তম হয়েছেন বাংলাদেশের দুই নারী শুটার শারমিন শিল্পা ও সুরাইয়া আকতার।