কমনওয়েলথ শুটিং: পদক হাতছাড়া সুলতানার
প্রকাশ : ০৯ এপ্রিল ২০১৮, ১৭:১০
গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমসে অনেকদূর এগিয়ে এলেও শেষ পর্যন্ত পদক হাতছাড়া হলো বাংলাদেশের নারী শুটার উম্মে সুলতানার। চতুর্থ অবস্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে সুলতানার।
বেলমন্ট শুটিং সেন্টারে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলের ফাইনালে ২০২.০ স্কোর করে চতুর্থ অবস্থান গড়েন তিনি। কোয়ালিফিকেশন রাউন্ডে ৪১০.৫ স্কোর করে ষষ্ঠ হয়ে ফাইনালে উঠেছিলেন ২৪ বছর বয়সী এই শুটার। এই ইভেন্টের কোয়ালিফিকেশন রাউন্ডে বাংলাদেশের আরেক প্রতিযোগী সাইদা হাসান ৪০৭.৪ স্কোর করে দশম স্থান অর্জন করায় ফাইনালে উঠতে পারেননি তিনি।
ফাইনালেএই ইভেন্টে ২২৫.৩ স্কোর করে ব্রোঞ্জ জিতেছেন ভারতের অপূর্বী চাড্ডেলা। রৌপ্য পদকটিও উঠেছে ভারতের ঘরে। ২৪৭ .০২ স্কোর করে সোনা জিতেন সিঙ্গাপুরের মার্টিনা লিণ্ডসে ভালাসো।
একই দিন ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনাল রাউন্ডে ওঠা শাকিল আহমেদ ষষ্ঠ হন। কোয়ালিফিকেশন রাউন্ডে অষ্টম হয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিলেন ২২ বছর বয়সী এই শুটার।