পারলেন না শারাপোভা
প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:২৫
জাগরণীয়া ডেস্ক
পাঁচবারের গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন টেনিস গ্ল্যামার মারিয়া শারাপোভা কাতার ওপেনের প্রথম রাউন্ড থেকেই বাদ পড়লেন।
১২ ফেব্রুয়ারি (সোমবার) বিশ্ব র্যাঙ্কিং এ ৯২তম মোনিকা নিকুলেসকুর কাছে হেরে যান টুর্নামেন্টের মূল আকর্ষণ রাশিয়ান এই তারকা। মাত্র আড়াই ঘন্টার লড়াইয়ে তিন সেটের প্রথমটি শারাপোভা জিতলেও খেলা শেষে ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-৬, ৬-৪, ৬-৩।
ম্যাচ শেষে শারাপোভা বলেন,‘চেষ্টা করেছিলাম পারিনি। শারীরিকভাবে ফিট থাকলেও অনেকগুলো ভুল করেছি।’
সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন রাশিয়ান তারকার হাতে এর আগে দুবার ধরা দিয়েছে কাতার চ্যাম্পিয়নের ট্রফি।