ইউএস ওপেনের শেষ ১৬-তে শারাপোভা-ভেনাস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৭
ইউএস ওপেনের শেষ ষোলোতে উঠেছেন রাশিয়ার মারিয়া শারাপোভা। নারী এককে প্রথম দুই রাউন্ড থেকে তুলনামূলক সহজ জয়েই উঠে গেছেন শারাপোভা।
ডোপিংয়ের অভিযোগে ১৫ মাসের নিষেধাজ্ঞা থেকে ফিরে নিউ ইয়র্কে তৃতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্রের ১৮ বছর বয়সী সোফিয়া কেনিনকে ৭-৫, ৬-২ গেমে হারান ৩০ বছর বয়সী এই রাশিয়ান তারকা।
এর আগের দুই রাউন্ডে তিন সেট লড়ে জয় পেয়েছিলেন ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে আসা শারাপোভা।
এদিকে শেষ ষোলোতে উঠেছেন সাতটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী ৩৭ বছর বয়সী যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামসও। নবম বাছাই যুক্তরাষ্ট্রের এই খেলোয়াড় ৬-৩, ৬-৪ গেমে হারান গ্রিসের মারিয়া সাকারিকে। এই খেলোয়াড় পরের রাউন্ডে স্পেনের কারলা সুয়ারেস নাভাররোর মুখোমুখি হবেন।
এছাড়া তৃতীয় রাউন্ডে সহজ জয় পেয়েছেন চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা ও উইম্বলডন জয়ী স্পেনের গার্বিনে মুগুরুসা।