‘আমার স্ত্রী আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা’
প্রকাশ : ৩০ আগস্ট ২০১৭, ১৬:৩৯
প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০ রানের ঐতিহাসিক জয় পেয়েছে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচে প্রথম ইনিংসে বড় স্কোরের পাশাপাশি দুই ইনিংসে মিলে ১০ উইকেট সংগ্রহ করেন ম্যাচ সেরার পুরস্কারটিও লাভ করেছেন সাকিব আল হাসান।
পুরস্কার নেয়ার সময় রোমঞ্চকর এই জয়ে দারুণ উচ্ছ্বসিত সাকিব বলেন, ‘গতকাল (মঙ্গলবার) তৃতীয় দিনের খেলার পর জয় পরাজয়ের দোলাচলে দুলেছে বাংলাদেশ, তথা বাংলাদেশের সমর্থকরা। অনেকে আবার বিশ্বাস করতে পারেনি অস্ট্রেলিয়ার মত বিশ্বসেরা দলের বিপক্ষে বাংলাদেশ শেষ পর্যন্ত জয় পাবে কিনা। কিন্তু কেন জানি আমার মন বলেছিল জয় পাব। বিষয়টি আমি আমার স্ত্রীর সঙ্গেও আলোচনা করেছিলাম। তখন সে বলেছে, এখন দলের জয় পরাজয় নির্ভর করছে তোমার উপর। সেই আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা ছিল। শেষ পর্যন্ত ঐ আত্মবিশ্বাস আমাদেরকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছে।’
জয় পরাজয় নিয়ে সন্দেহ থাকা সত্ত্বেও মাঠে বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতিকে সাধুবাদ জানান সাকিব আল হাসান। বলেন, তাদের এই উপস্থিতি দলকে উৎসাহিত করেছে। এ জন্য সবাইকে তিনি ধন্যবাদ জানান।
এদিকে এই জয় দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার উপহার বলে উল্লেখ করেছেন টাইগার দলের অধিনায়ক মুশফিকুর রহিম।