‘রিমেম্বারিং’ মার্ক জুকারবার্গের ফেসবুক প্রোফাইল!

প্রকাশ : ১২ নভেম্বর ২০১৬, ১৪:৩১

জাগরণীয়া ডেস্ক

মার্ক জুকারবার্গ হচ্ছেন ফেসবুকের স্বপ্নদ্রষ্টা ও ফেসবুকের প্রধান কর্মকর্তা। অথচ বিশ্ববাসী অবাক হয়ে দেখলো যে জুকারবার্গের ফেসবুক প্রোফাইলে দেখা যাচ্ছে জুকারবার্গ মারা গেছেন আর তার প্রোফাইলে ‘রিমেম্বারিং’ লিখে তাকে স্মরণ করছে ফেসবুক! অথচ এখনো সুস্থ স্বাভাবিকভাবে দিব্যি বেঁচে আছেন মার্ক জুকারবার্গ।

ফেসবুকের ‘রিমেম্বারিং’ সেবার উদ্দেশ্য ছিল মৃত মানুষের আইডিগুলোকে স্মরণ করা। কিন্তু অস্বাভাবিক এক ভুলের কারণে ফেসবুকের 'রিমেম্বারিং' সেবাটি অনেক জীবিত মানুষকে 'মৃত' দেখিয়ে স্মরণ করেছে।

বিবিসির খবরে বলা হয়, শুক্রবার (১১ নভেম্বর) বেশ কিছু সময়ের জন্য দেখা যায়, বিভিন্ন মানুষের প্রোফাইলের উপর ‘রিমেম্বারিং’ লেখা, যেটি বলছে, এই মানুষটিকে স্মরণ করছে ফেসবুক।

পরে ব্যবহারকারীদের তাদের বন্ধু-বান্ধব, আত্মীয়-পরিজনকে নিশ্চিত করার জন্য নতুন করে স্ট্যাটাস লিখে জানাতে হয়েছে যে ‘তারা মারা যায়নি’।

এটিকে একটি ‘মারাত্মক ভুল’ হিসেবে স্বীকার করে নিয়ে ফেসবুকের একজন মুখপাত্র জানিয়েছেন, ভুল শোধরানো হয়েছে। ‘এমন একটি ঘটনা ঘটার জন্য আমরা দুঃখিত।’

মৃত হিসেবে চিহ্নিত করা মানুষদের মধ্যে এমনকি ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গও রয়েছেন।

এই সেবাটি ব্যবহার করে একজন ফেসবুক ব্যবহারকারী আগাম ঠিক করে যেতে পারবেন, তিনি কি মৃত্যুর পর তার ফেসবুক পাতাটিকে স্মারক হিসেবে বন্ধুদের জন্য রেখে দিতে চান নাকি চান যে ফেসবুক কর্তৃপক্ষ তার পাতাটিকে মুছে দিক।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত