ফিরোজা বেগমের জন্মদিনে গুগল ডুডলের শ্রদ্ধা
প্রকাশ : ২৮ জুলাই ২০১৮, ২৩:১৬
জাগরণীয়া ডেস্ক
বাংলাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নতুন ডুডল প্রকাশ করেছে সার্চ ইঞ্জিন গুগল। শুধুমাত্র বাংলাদেশ থেকে গুগুলে প্রবেশ করলে এ ডুডলটি দেখা যাচ্ছে।
ডুডলে দেখা যায় ফিরোজা বেগম, সামনে মাইক্রোফন নিয়ে চোখ বুজে শান্ত ভঙ্গিতে গান গাইছেন কিংবদন্তী শিল্পী ফিরোজা বেগম। ডুডলে ব্যবহার করা হয়েছে রাজকীয় সোনালি ও ভেলভেট লাল রঙ।
ডুডলটিতে ক্লিক করলে একটি গুগল সার্চ রেজাল্ট পেজ চালু হয়ে যায়। সেখানে ফিরোজা বেগমের গাওয়া গানসহ তার সম্পর্কে নানা তথ্য ও প্রতিবেদনের লিংক রয়েছে।
সমগ্র ভারতীয় উপমহাদেশে ফিরোজা বেগম নজরুল সঙ্গীতের জন্য বিখ্যাত হয়ে আছেন। ভারতীয় উপমহাদেশে পরবর্তী প্রজন্মের কাছে তাকে বাংলা সঙ্গীতের প্রতীকরূপ হিসেবে বিবেচনা করা হয়।