‘ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক’ পাচ্ছেন রুনা লায়লা
প্রকাশ : ২৫ জুলাই ২০১৮, ১৭:২৭
উপমহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী রুনা লায়লাকে দেয়া হচ্ছে কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগম স্মৃতিজড়িত স্বর্ণপদক ও পুরস্কার।
আগামী ৩০ জুলাই (সোমবার) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বরেণ্য কণ্ঠশিল্পী রুনা লায়লার হাতে এই পুরস্কার তুলে দেয়া হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় এসিআই ফাউন্ডেশন এ তথ্য নিশ্চিত করেছেন।
কিংবদন্তি নজরুল সংগীতশিল্পী ফিরোজা বেগমের স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রবর্তিত এই সম্মাননা ২০১৬ সাথে চালু করা হয়। তৃতীয়বারের মত এই পুরস্কার দেয়া হচ্ছে। এর আগে এই সম্মাননা পেয়েছেন বরেণ্য কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন (২০১৬) ও রেজওয়ানা চৌধুরী বন্যা (২০১৭)। সম্মাননা হিসেবে রুনা লায়লাকে দেওয়া হবে দুই ভরি সোনার একটি পদক এবং এক লাখ টাকা।
এ প্রসঙ্গে জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা জানান, ফিরোজা বেগমের মতো একজন বরেণ্য সংগীতব্যক্তিত্বের স্মৃতিজড়িত পদক আমাকে দেওয়া হচ্ছে। এ জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সবাইকে আমি ধন্যবাদ জানাই।