গুগল ম্যাপ চালু হলো চীনে
প্রকাশ : ২০ জানুয়ারি ২০১৮, ০৩:০৯
জাগরণীয়া ডেস্ক
আবারো গুগল ম্যাপ কার্যকর হলো চীনে।
প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান গুগল বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহার করা গেলেও বরাবরের মতই চীনে ছিল নিষেধাজ্ঞা। ডেস্কটপ কম্পিউটারে গুগল ম্যাপের সুবিধা মিললেও স্মার্ট ফোনে এই সুযোগ ছিল না।
অবশ্য চীনের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছিল, চীনের জন্য বেশ কিছু সুবিধা বাদ দিয়ে অ্যাপটি ছাড়া হয়েছে। কিন্তু গুগলের দাবি, সব দেশের মতোই সুবিধা রয়েছে গুগলের এই অ্যাপটিতে। তাছাড়া অভিযোগ রয়েছে, চীনের অনেক স্থানেই এই অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে না। অনেকের ফোনে এই অ্যাপ ডাউনলোড হলেও ঠিকমত কাজ করছে না।
গত ১৬ জানুয়ারি মঙ্গলবার আট বছর পর চীনের স্মার্ট ফোনে উন্মুক্ত হলো গুগল ম্যাপ। চীনের ব্যবহারকারীরা এতদিন গুগল প্লে স্টোরে এই অ্যাপটি নামানোর সুযোগ পেতেন না।