পিআইবি-এটুআই গণমাধ্যম পুরস্কার পাবেন ৬ সাংবাদিক
প্রকাশ : ০৭ মে ২০১৭, ১৩:৪৩
তথ্য প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকার স্বীকৃতি হিসেবে ছয় সাংবাদিককে গণমাধ্যম পুরস্কার দিচ্ছে প্রেস ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআইবি) ও অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই)।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সকল সংবাদপত্র ও টিভি চ্যানেল-এর সাংবাদিকদের কাছ থেকে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক কার্যক্রমের যে কোন বিষয়ে প্রকাশিত অথবা প্রচারিত প্রতিবেদন/ফিচার আহবান করা হচ্ছে।
প্রতিযোগিতায় ৬টি ক্যাটাগরিতে ৬ জন সাংবাদিককে পুরস্কার প্রদান করা হবে। বিজয়ী ব্যাক্তিরা পুরস্কার হিসেবে পাবেন নগদ ৭৫,০০০/= (পচাত্তর হাজার) টাকা, ক্রেস্ট ও সনদপত্র। প্রতিবেদন/ফিচার ১ এপ্রিল ২০১৭ থেকে ৩০ এপ্রিল ২০১৭ এর মধ্যে প্রকাশিত-সম্প্রচারিত হতে হবে। প্রতিবেদন/ফিচার জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে ২০১৭। একজন সাংবাদিক মোট দু’টি লেখা পাঠাতে পারবেন।
বিস্তারিত https://drive.google.com/file/d/0B6rNQU407aYyRk00U2VLUHljZ28/view