‘যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব’
প্রকাশ : ০৭ এপ্রিল ২০১৭, ১৫:৪৬
ভারত সফরের মধ্যে দিয়ে দুই দেশের সহযোগিতার সম্পর্ককে ‘নতুন উচ্চতায়’ নিয়ে যাওয়ার প্রত্যাশার কথা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অভিন্ন নদীর পানিবণ্টনের মত বেশ কিছু অমীমাংসিত বিষয় এখনও রয়েছে, যার সমাধান প্রয়োজন।
ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক হিন্দুতে প্রকাশিত এক নিবন্ধে তিনি বলেছেন, ‘আমি মনে করি, সত্যিই আন্তরিক হলে যৌথভাবে বহু কিছু আমরা অর্জন করতে পারি, যা আমাদের জনগণের জন্য কল্যাণ বয়ে আনবে।’
প্রধানমন্ত্রী তার নিবন্ধে লিখেছেন, ‘একমাত্র শান্তিপূর্ণ সহাবস্থানই শান্তি নিশ্চিত করতে পারে। আমাদের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় আছে, কিন্তু আমি বিশ্বাস করি, যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধান সম্ভব। স্থল সীমান্ত চুক্তি বাস্তবায়নের মধ্যে দিয়ে আমরা আমাদের সদিচ্ছার প্রমাণ দিয়েছি। অভিন্ন নদীর পানি বণ্টনের (তিস্তা চুক্তির বিষয়টি এখনও আলোচনার পর্যায়ে) মত আরও কিছু বিষয় রয়ে গেছে, যেগুলো মেটানো প্রয়োজন।’
প্রধানমন্ত্রী লিখেছেন, ‘আমি সারাজীবন বিশ্বাস করেছি, সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরীতা নয়। আমার স্বপ্ন এমন একটি সমাজ প্রতিষ্ঠা যেখানে দারিদ্রের অভিশাপ থেকে সবাই মুক্তি পাবেন। সবার মৌলিক চাহিদা পূরণ হবে। অন্যভাবে বলতে গেলে, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষার অধিকারসহ উন্নত জীবনের ব্যবস্থা করা।’
প্রধানমন্ত্রী এই শিক্ষা তার বাবা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছ থেকে পেয়েছেন উল্লেখ করে লিখেছেন, ‘বঙ্গবন্ধু মানুষের জীবন পরিবর্তনের জন্য রাজনীতি করেছেন। যখনই কোনও অন্যায় দেখেছেন, তার প্রতিবাদ করেছেন। এটাই বঙ্গবন্ধুর নীতি ছিল এবং সবসময়ই তিনি মানুষের অধিকার নিয়ে কথা বলে গেছেন। এজন্য তাকে অনেকবার কারাবরণ করতে হয়েছে কিন্তু নিজ আদর্শে তিনি অটল ছিলেন। তার নেতৃত্বেই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে।’