অমিতাভ বচ্চনের সমালোচনায় তসলিমা নাসরিন

প্রকাশ : ১২ আগস্ট ২০১৬, ০১:৩০

জাগরণীয়া ডেস্ক

বলিউডের বিগ বি খ্যাত অভিনেতা অভিতাভ বচ্চনের বক্তব্যের সমালোচনা করলেন লেখিকা তসলিমা নাসরিন। নারী-পুরুষদের জন্য নির্ধারিত রঙ নিছক বাণিজ্যিক কৌশল বলে নিজের টুইটারে এক টুইটে বিগ বি’র সমালোচনা করেন লেখিকা।

সম্প্রতি অমিতাভ বচ্চন তাঁর অভিনীত ‘পিঙ্ক’ এর প্রচারের এসে বলেছেন, ‘গোলাপী রঙ নারীর ক্ষমতায়নের প্রতীক’। অমিতাভ বচ্চনের এমন বক্তব্যে সমালোচনা করে টুইটারে তসলিমা নাসরিন লিখেন, “গোলাপি রঙ মেয়েদের জন্য, নীল রঙ ছেলেদের জন্য-এটা কেবল মার্কেটিং স্ট্র্যাটিজি।”

বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ছবি ‘পিঙ্ক’-এ অভিনয় করেছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চন। তাঁর সঙ্গে স্ক্রিনে রয়েছেন দক্ষিণী তারকা তথা বলিউড ডিভা তাপসী পান্নু। সিনেমাটির চিত্রনাট্য একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে। সমাজ, ধর্ষক আর ধর্ষণের যুক্তিতক্কের টানটান চিত্রনাট্য ইতিমধ্যেই সিনেপ্রেমীদের মন জিতে নিয়েছে। সিনেমার ট্রেইলারও হৈ চৈ ফেলেছে। অমিতাভ বচ্চন আর পীযূষ মিশ্র দু’জনেই অভিনয় করছে আইনজীবীর ভূমিকায়। তাপসী পান্নু এখানে এক ধর্ষিতার চরিত্রে। এই পর্যন্ত সব ঠিকই ছিল। গণ্ডগোল বাঁধল অমিতাভ বচ্চনের ওই একটি বক্তব্যেই।

সূত্র: জিনিউজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত