এখনো বেঁচে আছো কেন?

প্রকাশ : ২৩ মার্চ ২০১৮, ২৩:৪৪

১।

-- কী হয়েছে?


-- ঐ লোকটা আমার দিকে কুরুচিপূর্ণভাবে তাকিয়েছে।
 

-- তাতে কী হয়েছে? গায়ে তো আর টাচ করে নি!

২।

-- কী হয়েছে?
 

-- ঐ লোক আমার ইনবক্সে অশ্লীল মেসেজ ও ছবি পাঠিয়েছে। এই দেখুন স্ক্রিনশট।
 

-- তাতে কী হয়েছে? সে তো তোমাকে টাচ করে নি কিংবা ধর্ষণও করে নি! এ নিয়ে এত স্ক্রিনশট বের করার কী হলো?

৩। 

-- আবার কী হলো?
 

-- একটা ছেলে পথে আমার ওড়না ধরে টান দিয়েছে। আর বাসের ভেতর একজন আমাকে টাচ করেছে।
 

-- উফ! ওরা তো আর তোমাকে ধর্ষণ করে নি! এত সামান্য বিষয় নিয়ে এত হাউকাউ কর কেন? আর কি কোন কাজ নেই?

৪।

-- আবার? আবার এসেছো তুমি? আজ আবার কী হয়েছে?
 

-- আমি ধর্ষিত হলেই তো আপনাদের হাড় জুড়ায়। আপনারা খুশি হন! আজ আমি ধর্ষিত হয়েছি। এবার এর বিচার করুন। 
 

-- (নীরবতা)
 

--- কী হলো কথা বলছেন না কেন? আমার কথার জবাব দিন!
 

--- তুমি এত বেশি কথা বল কেন? ধর্ষিত হয়েছো, কথাটা বলতে লজ্জা করলো না? এখনো বেঁচে আছো কেন? ধর্ষকেরা তোমাকে বাঁচিয়েই রাখলো যখন, তুমি কেন আত্মহত্যা করলে না?

তানিয়া কামরুন নাহার এর ফেসবুক থেকে

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত