পরিবারের জন্য নিজ হাতে রাঁধলেন প্রধানমন্ত্রী
প্রকাশ : ২২ জানুয়ারি ২০১৮, ১৪:৩৯
বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই সঙ্গে তিনি আওয়ামী লীগের সভাপতিও। প্রতিদিনই শত কাজে ব্যস্ত থাকেন। তার মাঝেও কিছুটা সময় হাতে পেলেই ঢুকে পড়েন রান্না ঘরে, তিনি রান্নাও করেন। আর এ ছবিগুলো প্রমাণ করে দেশ সেবার পাশাপাশি নিজের ঘরও কতটা সহজে সামলান। এতে তিনি অতি সাধারণ জীবন-যাপনে অনন্য অসাধারণ আমাদের প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা।
২১ জানুয়ারি (রবিবার) দুপুরে প্রধানমন্ত্রীর মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন তার ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রান্নার দুটি ছবি পোস্ট করেন। যা দ্রুতই ভাইরাল হয়ে যায়।
এর আগে ২০১৩ সালের জুলাইয়ে ছেলে সজীব ওয়াজেদ জয়ের জন্মদিনে নিজ হাতে পোলাও রান্না করেছিলেন শেখ হাসিনা। সে সময় মায়ের রান্না করার ছবি ফেসবুকে দিয়েছিলেন সজীব ওয়াজেদ।
ছবিগুলো যেন যে রাঁধে, সে চুলও বাঁধে-এ প্রবাদের যথার্থতা আবার মনে করিয়ে দেয়।