বাজার ধরার সহজ তরিকা নারী নিগ্রহ
প্রকাশ : ১৪ জানুয়ারি ২০১৮, ১৮:০২
ইউটিউব কনটেন্ট এর নামে নারীর প্রতি এক ধরণের ভার্চুয়াল সহিংসতা দেখার সুযোগ হলো। নারীর প্রতি চুড়ান্ত অবমাননাকর ও নারী বিদ্বেষী সংলাপে ভরপুর এক কনটেন্ট বানিয়েছে এক তরুণ।
বাজার ধরার সহজ তরিকা নারী নিগ্রহে নেমে যাওয়া, এতে কনটেন্টের দর্শক বাড়বে। পকেটে ডলার জমবে কিছু, আরামসে দিন গুজরান করা যাবে। যে মাল এটি বানিয়েছে, যে মাল অভিনয় করেছে তারা এ কনটেন্টের পক্ষে সাফাই গাইছে।
এ সমস্ত কনটেন্টের জন্য কোন ছাড়পত্র লাগে না বলে রক্ষা। অন্য কোন সভ্য দেশ হলে বাবাজীদের, নিশ্চিত জেলের ভাত খেতে হতো। বোধে ও মননে ঘাটতি থাকলে সহজ উপায় হলো নারীদের উপর দায় চাপিয়ে পার পাবার চেষ্টা। এ বান্দারাও তাই করেছে, দুদিন পর দেখা যাবে এ নাদান বান্দারা ওয়াজ নসিহতে একাকার করছে সমাজ ও রাষ্ট্র কোন দিকে যাবে তাই নিয়ে !!
এই কনটেন্টের বিরুদ্ধে গণ রিপোর্ট করা দরকার।
সরকার মহোদয়ের আইটি এক্সপার্টরা ব্লগারদের গলা চেপে ধরতে যতটা সাচ্ছন্দ্য পান, তাদের চোখে এ সমস্ত কনটেন্ট ধর্মীয় উপাদানের মশলা বলে মনে হতে পারে। দেশে মহিলামন্ত্রী রয়েছেন তার কাজ কী এ সমস্ত কনটেন্টের পক্ষে সাফাই গাওয়া নাকি এ ধরণের বাজে ও কুরুচিপূর্ণ কনটেন্টের গলা চেপে ধরা?
আকরামুল হক এর ফেসবুক থেকে