বিবিসির সাদামাটা রিপোর্টের চাকচিক্যময় শিরোনাম
প্রকাশ : ১৮ মে ২০১৬, ১৯:০২
নারায়ণগঞ্জে শিক্ষক অপমানের উপর বিবিসি বাংলার প্রতিবেদন বিষয়ে অনুজপ্রতীম সহকর্মী সাইফুল আলম চৌধুরী’র পর্যবেক্ষণ শেয়ার করছি। সাইফুল আলম চৌধুরী দীর্ঘদিন সাংবাদিকতায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতায় এসেছেন এবং অ্যাডভান্স রিপোর্টিং পড়ান।
'হিন্দু শিক্ষককে কান ধরে উঠ-বস: ঘটনার অন্তরালে' - এমন শিরোনামের খবর দেখলেই সহজেই মনে হয় রিপোর্টটিতে ঘটনার গভীরে ঘটনার পেছনের কাহিনির আদ্যপান্ত খুঁজে বের করার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ রিপোর্টটি একটি অনুসন্ধানী রিপোর্ট হবে যেখানে রিপোর্টার সাংবাদিকতার সবক’টি টুলস বা হাতিয়ার ব্যবহার করে তথ্য বের করে আনার চেষ্টা করবেন।
জানা মতে, অনুসন্ধানী সাংবাদিকতায় চারটি টুলস বা হাতিয়ার ব্যবহার করতে হয়: ১) সাক্ষাৎকার ২) উপাত্ত বা ডকুমেন্ট ৩) পর্যবেক্ষণ ৪) জরিপ। কমপক্ষে তিনটি হাতিয়ার ব্যবহার না করে অনুসন্ধানী রিপোর্ট বা ঘটনার পেছনের ঘটনা বের করে আনার কাহিনি সাংবাদিকতার ইতিহাসে বিরল।
বিবিসি বাংলার এই রিপোর্টটি শুধুই সাক্ষাৎকারের ভিত্তিতে গ্রহণ করা হয়েছে। অবশ্য বিবিসি কর্তৃপক্ষ দাবি করতে পারেন তাদের রিপোর্টার পর্যবেক্ষণ করেছেন; কিন্তু সাক্ষাৎকার গ্রহণ করতে যাওয়াটাই শুধু পর্যবেক্ষণ হয় না। পর্যবেক্ষণ এমনভাবে করতে হয় যাতে একইসাথে সূত্রের যাচাই-বাছাই এবং সূত্রের দেয়া তথ্যেরও যাচাই-বাছাই করা সম্ভব হয়। যেমন- রিপোর্টটিতে অভিযোগকারী ছাত্র রিফাত হাসানের বক্তব্য তুলে ধরে বলা হয়েছে, অন্য একজন শিক্ষকের ক্লাসে শিক্ষার্থীরা হই-হট্টগোল করছিল।
রিফাত হাসান বলেছে, ক্লাসে একশ’ শিক্ষার্থী ছিল। যে ক্লাসে একশ’ শিক্ষার্থী ছিল এবং তারা যদি হৈ-চৈ করে তাহলে প্রধান শিক্ষকের এ কথা শুনলো কিভাবে? ক্লাস শিক্ষকের কাছ থেকে পুরো তথ্যই যাচাই করা যেত। আবার এমন গুরুতর ও স্পর্শকাতর অভিযোগের সত্যতা যাচাই করা হয়েছে গ্রামে হঠাৎ পাওয়া মৃদুল নামক এক ছাত্রের মাধ্যমে!
বিবিসির সম্পাদকীয় গাইডলাইনের সেকশন-৩ এর ভূমিকাতেই বলা আছে তথ্যের নির্ভুলতা যাচাইয়ের জন্য তারা অলআউট চেষ্টা করবেন। একশ’ দুই জনের মধ্যে (শিক্ষার্থী ও দুই শিক্ষক) মাত্র দুইজনের বক্তব্য নিয়ে অভিযোগের সত্যতা প্রমাণের চেষ্টা করা হয়েছে। এটাই কি অলআউট চেষ্টা?
তাছাড়া বিবিসি শুধু ‘Accuracy' শব্দটি ব্যবহার করে না, তারা ব্যবহার করে ‘due accuracy'। The term 'due' means that the accuracy must be adequate and appropriate to the output, taking account of the subject and nature of the content, the likely audience expectation and any signposting that may influence that expectation.
অন্ততপক্ষে সাংবাদিকতায় তথ্য আহরণের ক্ষেত্রে দুঃসময়ের হাতিয়ার বলে প্রযোজ্য জরিপ’কে এক্ষেত্রে ব্যবহার করা যেত। আবার ভাল পর্যবেক্ষণ করা হয়েছে এমন রিপোর্টে উত্তম পুরুষ ব্যবহারের প্রয়োজন পড়ে না। শিরোনামে যদিও ‘ঘটনার অন্তরালে’ শব্দগুলো ব্যবহার করে কাটতি বাড়ানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু রিপোর্টটি পড়লেই বুঝা যায়, ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে গুটিকয়েক কিছু মানুষের বক্তব্য তুলে ধরে এটি পরিষ্কার করার চেষ্টা করা হয়েছে যে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুটি অভিযোগ ছিল এবং ধর্মীয় অবমাননার মতো গুরুতর অভিযোগের কারণে বিক্ষুব্ধ জনতাকে প্রশমিত করার চেষ্টাতে তাকে কান ধরে উঠ-বস করানো হয়েছে।
যেমনটা ইতিমধ্যে এমপি সেলিম ওসমান বলেছেন। সেজন্যই কি এ ঘটনার অন্যতম অভিযুক্ত সেলিম ওসমানের ভাষ্য রিপোর্টটিতে অনুপস্থিত?
কাবেরী গায়েন এর ফেসবুক স্ট্যাটাস থেকে