ফলের খোসায় ত্বক উজ্জ্বল

প্রকাশ : ২৩ মার্চ ২০১৭, ২১:৩৫

জাগরণীয়া ডেস্ক

ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে ফলের পাশাপাশি ফলের খোসাও কার্যকরী। ত্বকের দাগ দূর করে ত্বক উজ্জ্বল ও সুন্দর করতে কিছু ফলের খোসা সরাসরিই ব্যবহার করতে পারেন ত্বকে। কয়েকটি আবার গুঁড়া করে সংরক্ষণ করেও ব্যবহার করা যায়।

জেনে নিন উজ্জ্বল ত্বকের জন্য কোন কোন ফলের খোসা ব্যবহার করবেন-    

কলার খোসা সরাসরি ত্বকে ঘষুন। সপ্তাহ দুয়েক নিয়মিত ঘষলে ত্বকের জৌলুস বাড়বে।

ত্বক উজ্জ্বল করতে কমলার খোসার গুঁড়া ব্যবহার করতে পারেন বিভিন্ন ফেসপ্যাকে।

ত্বক প্রাকৃতিকভাবে উজ্জ্বল করতে পেঁপের খোসা অতুলনীয়। সরাসরি ত্বকে ঘষে লাগান পেঁপের খোসা।

আপেলের খোসা পানিতে ফুটিয়ে নরম করে মুখ ও গলার ত্বকে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। এটি বাড়াবে ত্বকের জৌলুস।

লেবুর খোসাও ব্যবহার করতে পারেন রূপচর্চায়। এজন্য লেবুর খোসা শুকিয়ে গুঁড়া করে নিন। বিভিন্ন ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন এটি।

তথ্য: বোল্ডস্কাই  

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত