চুল শুকাতে যে পাঁচ ভুল আমরা করি
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৬, ০১:০২
কেউ কেউ সপ্তাহে কয়েক দিন চুল ধোয়, আবার কেউ কেউ সপ্তাহে প্রতিদিনই চুল ধোয়। চুল পরিষ্কার ও সুন্দর রাখতে আমরা সাধারণত চুল ধুই। এ ছাড়া চুল ভালো রাখতে অনেকে ভালো খাবারদাবার খান; শ্যাম্পু বা তেলের ক্ষেত্রে ব্যবহার করেন ভালো পণ্যও। তবে জানেন কি, এসবের বাইরেও আরো কিছু বিষয় রয়েছে, যেগুলো চুলের ক্ষতি করে। যেমন—চুল ধোয়ার পর শুকানোর বিষয়টি।
চুল শুকানোর ক্ষেত্রে আপনি যদি সঠিক উপায় মেনে না চলেন, এতেও কিন্তু চুলের ক্ষতি হতে পারে। প্রায়ই অনেকে এই ভুলগুলো করে থাকেন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চুল শুকানোর কিছু ভুলের কথা জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই। দেখুন তো আপনিও এই ভুলগুলো করছেন কি না?
চুল ধোয়ার পর অনেকেই শুকাতে দেরি করেন। বিশেষজ্ঞরা বলেন, এই অভ্যাস চুলকে কোঁকড়া করে দেয়। তাই ভেজা চুল দ্রুত শুকানো ভালো।
চুল ধোয়ার পর না শুকিয়ে কখনো ঘুমাতে যাবেন না। এতে বালিশের সংস্পর্শে এসে চুলের ক্ষতি হয়।
তোয়ালে দিয়ে খুব জোরে জোরে ঘষে চুল শুকানো ঠিক নয়। এতে চুলের ক্ষতি হয় এবং চুল পড়া শুরু হয়।
ভেজা চুল কখনোই আঁচড়াবেন না। এতে চুলের গোড়া ক্ষতিগ্রস্ত হবে।
প্রায়ই চুলে ব্লো ডাই করা বা চুল শুকানোর মেশিন দিয়ে শুকানো চুলের ক্ষতি করে। বিশেষজ্ঞরা বলেন, কৃত্রিম বাতাস নয়, স্বাভাবিক বাতাসে চুল শুকানোই সবচেয়ে ভালো পদ্ধতি।