চুল সোজা করতে মেয়োনিজের ভূমিকা

প্রকাশ : ২২ জুন ২০১৬, ১১:২৬

জাগরণীয়া ডেস্ক

সিল্কি আর সোজা চুল সবারই ভাললাগে। অনেকেই পার্লারে গিয়ে চুল সোজা করেন কিন্তু তাতে অনেক সাইড ইফেক্ট হতে পারে। চুল পরে যেতে পারে। শখের চুলগুলো পরে গেলে মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। তাই চুল সোজা ও সিল্কি করতে যদি ন্যাচারাল পদ্ধতি ব্যাবহার করা যায় তাহলে র কোন টেনশন থাকেনা। আপনার হাতের কাছে থাকা ১ কাপ মেয়োনিজ আপনার কার্লি চুলকে সোজা করে দিতে পারে।

চুল দ্রুত সিল্কি করতে চাইলে ২ দিন পর পর পুরো চুলে মেয়োনিজ লাগিয়ে ৫ থেকে ৭ মিনিট চুল আঁচড়ে ঐভাবেই চুল ছেড়ে রাখুন ২৫ থেকে ৩০ মিনিট। চুলে মেয়োনিজ লাগানোর পর খেয়াল করে দেখুন, চুল অয়েলি নাকি ড্রাই দেখাচ্ছে। চুল অয়েলি দেখালে শ্যাম্পু করে ফেলুন, ড্রাই হলে শুধু পানি দিয়ে চুল ধুয়ে ফেলে পরদিন শ্যাম্পু করুন।

সপ্তাহে ৩ দিন ১ কাপ মেয়োনিজের সঙ্গে ২ টেবিল চামচ এলোভেরা জেল ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে চুলে লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

সপ্তাহে ২ দিন ১ কাপ মেয়োনিজের সঙ্গে ১টি ডিম ও ১ টেবিল মেহেদি গুঁড়ো মিশিয়ে পেস্ট করে পুরো চুলে লাগিয়ে ২০ মিনিট পর শ্যাম্পু করুন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত