দক্ষিণ এশীয় নারীদের স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ছে
প্রকাশ : ১২ জুন ২০১৬, ০৩:২২
জাগরণীয়া ডেস্ক
ইউনিভার্সিটি অব সেফিল্ডের বিজ্ঞানীদের গবেষণায় এ তথ্য উঠে এসেছে। ঐতিহাসিকভাবেই দক্ষিণ এশীয় নারীদের তুলনায় ব্রিটিশ শ্বেতাঙ্গ নারীরা বেশি রোগাক্রান্ত হলেও অতি সম্প্রতি গবেষণায় ভিন্ন ফল পাওয়া গেছে। বর্তমানে দক্ষিণ এশীয় নারীদের দেহে স্তন ক্যানসারের ঝুঁকি বাড়ছে। যা ব্রিটিশ নারীদের তুলনায় ৮ শতাংশ বেশি।
২০০০ থেকে ২০০৯ সাল পর্যন্ত ভিন্ন ভিন্ন নৃতাত্ত্বিক গোষ্ঠীর ১ লাখ ৩৫ হাজার নারীর ক্যানসারের তথ্য-উপাত্ত পর্যালোচনা করে এ তথ্য জানায় ব্রিটেনের ন্যাশনাল ক্যানসার ইন্টিলিজেন্স নেটওয়ার্ক।
গবেষণায় বলা হয়েছে, বর্তমানে এই অঞ্চলের নারীদের জীবনযাপন পদ্ধতি, যেমন খাদ্যাভ্যাস, বসে কাজে অভ্যস্ততার পরিবর্তনের কারণেই এসব সমস্যার সৃষ্টি হচ্ছে।