স্তন ক্যান্সার সচেতনতা দিবস আজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৬, ১২:০৫

জাগরণীয়া ডেস্ক

রাজধানীসহ সারাদেশে সোমবার (১০ অক্টোবর) স্তন ক্যান্সার সচেতনতা দিবস-২০১৬ পালিত হচ্ছে। বাংলাদেশে ১৯টি স্বেচ্ছাসেবী সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরাম’-এর উদ্যোগে ২০১৩ সাল থেকে দিবসটি উদযাপিত হয়ে আসছে।

সংগঠনের প্রধান সমন্বয়কারী জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন জানান, স্তন ক্যান্সারের প্রাথমিক প্রতিরোধ, সূচনায় নির্ণয় ও স্ক্রিনিং, উপযুক্ত ও পরিপূর্ণ চিকিৎসা বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, কেন্দ্রীয়ভাবে ঢাকায় সকাল ৯টায় শাহবাগের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশবিদ্যালয়ের (বিএসএমএমইউ) সামনে থেকে ফার্মগেট পর্যন্ত গোলাপি সড়কে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। বিএসএমএমইউ ভিসি অধ্যাপক ডা. কামরুল হাসান খান শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন। উদ্বোধন করবেন ক্যান্সার সারভাইভার কবি কাজী রোজী (এমপি)। 

এছাড়া স্তন ক্যান্সার সচেতনতায় রাজধানীর ১০টি স্পটে লিফলেট বিতরণ, ছায়ানট ভবনে বিকেলে ও সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত