মুক্তামনির হাতের অর্ধেকে চামড়া লাগানো শেষ
প্রকাশ : ১১ অক্টোবর ২০১৭, ১৬:১৯
জাগরণীয়া ডেস্ক
বিরল রোগে আক্রান্ত ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন মুক্তামনির হাতের অর্ধেক জায়গায় নতুন চামড়া লাগানো হয়েছে। ১০ অক্টোবর (মঙ্গলবার) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা।
ঊরু থেকে চামড়া নিয়ে মুক্তামনির হাতে লাগানো হয়েছে।
অস্ত্রোপচার শেষে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেন, ‘মুক্তামণি ভালো আছে। তার হাতে ১০ অক্টোবর (মঙ্গলবার) অস্ত্রোপচার করা হয়েছে। ঊরু থেকে চামড়া নিয়ে হাতের ৫০ শতাংশ জায়গায় লাগানো হয়েছে। দুই সপ্তাহ বিরতি দিয়ে আবার হাতের অন্য জায়গাগুলোয় চামড়া লাগানো হবে।’