ফের মুক্তামনির অস্ত্রোপচার শুরু
প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১১:২৮
জাগরণীয়া ডেস্ক
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার শিশু মুক্তামনির কয়েক বার অস্ত্রোপচারের পর আবার হাতে চামড়া লাগাতে অস্ত্রোপচার শুরু হয়েছে। ১০ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের দ্বিতীয় তলায় অস্ত্রোপচার কক্ষে নেওয়া হয় মুক্তামনিকে। সেখানে সকাল পৌনে ১০টায় শুরু হয় অস্ত্রোপচার।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল জানান, ৮ অক্টোবর অস্ত্রোপচারের মাধ্যমে মুক্তামনির হাত নতুন চামড়া লাগানোর জন্য উপযুক্ত করা হয়েছিল। আজ তার পা থেকে চামড়া সংগ্রহ করে হাতে লাগানো শুরু হবে।
এর আগে চিকিৎসকদের নির্দেশে মুক্তামনির অস্ত্রোপচারের জন্য চার ব্যাগ রক্ত সংগ্রহ করেন তার বাবা। মেয়ের সফল অস্ত্রোপচারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।