সুপ্রীমকোর্ট বারে প্রথম চাকমা নারী আইনজীবী

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৭, ১৯:২১

জাগরণীয়া ডেস্ক

সুপ্রীমকোর্ট বারে প্রথমবারের মতো চাকমা সম্প্রদায়ের নারী আইনজীবী হিসেবে যাত্রা শুরু করেছেন সমারি চাকমা। 

গত চার বছর ধরে বিচারিক আদালতে কাজ করছেন সমারি চাকমা। কিন্তু ২০১৭ সালে এসে সুপ্রীমকোর্ট বার এর পরীক্ষায় উর্ত্তীর্ণ হওয়ায় তিনিই চাকমা সম্প্রদায়ের প্রথম নারী আইনজীবী হিসেবে পেশাগত জায়গায় এই স্থান অর্জন করলেন।

হিল উইমেনস ফেডারেশনের একজন সক্রিয় নেত্রী ছিলেন সমারি চাকমা। পরবর্তীতে তিনি নানা সামাজিক কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। রূপক চাকমা ট্রাস্টের মাধ্যমে বন্ধুদের সঙ্গে পাহাড়ের শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তির মাধ্যমে লেখাপড়া এগিয়ে নেওয়ার কাজও করেন সমারি। 

এছাড়া দীর্ঘদিন ধরে সহযোদ্ধা কল্পনা চাকমার অপহরণের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন সমারি চাকমা। পাহাড়ের নারীদের নির্যাতন ও নিপীড়নের ‍বিরুদ্ধে সমারি চাকমা সরব রয়েছেন সবসময়।

সমারি চাকমা বলেন, “নারী নির্যাতনের ঘটনা সমতলে এক রকম, পাহাড়ে অন্য রকম। পাহাড়ের এই নির্যাতিত নারীদের সহায়তা করার জন্য আমি এই জায়গায় কাজ করতে চাই। একইসঙ্গে আমি মনে করি, পাহাড়ের নারীদের সামনে যদি উদাহরণ তৈরি করা যায় তাহলে আগামীতে নারীর জন্য পথ তৈরি হবে এবং আরও অনেকে আইনি পেশাসহ চ্যালেঞ্জিং জায়গায় কাজ করার ব্যাপারে উৎসাহিত হবেন”।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত