ট্রলার ডুবে ১৬ গরুর মৃত্যু

প্রকাশ : ৩১ জানুয়ারি ২০১৭, ১৯:১৫

জাগরণীয়া ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে স্পিডবোটের ধাক্কায় একটি ট্রলার ডুবে ১৬টি গরু মারা গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বীরগাঁও ইউনিয়নের দুর্গারামপুর এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও গরু ব্যবসায়ীরা জানান, নবীনগরের বাইশমৌজা বাজার থেকে গরু বোঝাই একটি ট্রলার নদীপথে উপজেলা সদরে আসার সময় দুর্গারামপুর এলাকায় স্পিডবোটের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রলারে থাকা সব’কটি (১৬টি) গরু মারা যায়।

ক্ষতিগ্রস্ত চাঁদপুর জেলার ছেংগারচরের গরু ব্যবসায়ী রুহুল আমিন জানান, ট্রলার ডুবে তার আটটি এবং সঙ্গে থাকা অপর দুই ব্যবসায়ীর আটটি গরু মারা গেছে। এতে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে তাদের।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহাম্মেদ ট্রলার ডুবিতে গরু মারা যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত