জলঢাকায় বৃক্ষরোপণ উৎসব পালিত

প্রকাশ : ২৪ জুলাই ২০১৭, ১৭:০৬

জাগরণীয়া ডেস্ক

“উন্নয়নের বাতিঘর প্রাথমিক শিক্ষা অধিদপ্তর” এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে বৃক্ষরোপণ উৎসব পালিত হয়েছে।

২৩ জুলাই (রবিবার) দুপুরে প্রাথমিক শিক্ষা অফিসের অধীনে উপজেলার ২৪৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচী পালিত হয়।

শিক্ষক শিক্ষার্থীদের সাথে নিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রায় ২ হাজার ফলজ ও ঔষধি বৃক্ষরোপন করে উপজেলা ব্যাপক আলোড়ন সৃষ্ঠি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। উপজেলা শিক্ষা অফিস প্রাঙ্গণে উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাজাহান বৃক্ষ রোপন করে এই উৎসবের সূচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা বজলুর রশীদ, শেখ মুশফিকুর রহমান, আঃ বঃ মোকতাদের বিল্লাহ, হাবিবুর রহমান, আতাউল গনি ওসমানী, হারুন অর রশীদ, কৃষ্ণা কাবেরি বিশ্বাস সহ অন্যান্য কমর্চারীবৃন্দ।

শিক্ষা কর্মকর্তা শাহাজাহান বলেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সম্মানিত মহাপরিচালক ড. আবু হেনা মোস্তফা কামাল এনডিসি মহোদয়ের নির্দেশনা অনুযায়ী উপজেলার সকল বিদ্যালয়ে উৎসবমূখর পরিবেশে এ কর্মসূচি পালন করা হয়।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত