ডোমার শহরের প্রধান সড়ক ব্যবহার অনুপযোগী

প্রকাশ : ০৩ জুলাই ২০১৭, ১৫:৪১

জাগরণীয়া ডেস্ক

নীলফামারীর ডোমার শহরে চলাচলের প্রধান সড়কটি ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে।

ডোমার শহরের ফায়ার সার্ভিস স্টেশন থেকে শুরু করে বড়রাউতা মডেল স্কুল মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার প্রধান সড়কের বিভিন্ন জায়গায় ছোট, বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই সবকিছু একাকার হয়ে যায় এই সড়কে। এ সময় ভাঙ্গা সড়কের অদেখা গর্তে পড়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের উপর কাঠের বাক্স ফেলে সতর্কবাণী দিয়েছে। তার পরেও ঘটছে দুর্ঘটনা।

নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের সহকারী প্রকৌশলী নুরে আলম জানান, বৃষ্টির কারণে সংস্কার কাজ করা সম্ভব হচ্ছে না। আকাশ ভালো থাকলে সংস্কার কাজ শুরু করা হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত