চুমুতে সেরা আলিয়া!

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০১৬, ২২:৪৯

জাগরণীয়া ডেস্ক

অনেক নায়িকার সাথেই চুমুর দৃশ্যে অভিনয় করতে দেখা গেছে বনি কাপুর পুত্র অর্জুন কাপুরকে। কিন্তু সবার মধ্যে নাকি আলিয়া ভাটই চুম্বন বিদ্যায় সবচেয়ে পারদর্শী, এমনটাই বললেন অর্জুন।

টাইমস অফ ইন্ডিয়া জানায়,  সম্প্রতি নেহা ধুপিয়ার অনুষ্ঠান ‘নো ফিল্টার নেহা’তে এসেছিলেন অর্জুন। সেখানে কথা প্রসঙ্গে নেহা জানতে চান, কোন নায়িকার সঙ্গে চুমুর অভিজ্ঞতা সবচেয়ে ভালো তার? 
উত্তর দিতে অর্জুন অবশ্য বেশ ইতস্তত বোধ করছিলেন! তবে নেহার চাপাচাপিতে শেষ পর্যন্ত বলেই বসলেন, চুমুতে আলিয়া ভাটই অন্য সবার চেয়ে সেরা!

পরে অবশ্য ব্যাখ্যাও করেছেন তার কারণ। তিনি বলেন, “পর্দায় আমার প্রথম চুমু ছিল পরিণীতির সঙ্গে। কিন্তু ওই দৃশ্যে আমি আসলে ওর চরিত্রটিকে ধোঁকা দিচ্ছিলাম। তাই ব্যাপারটা বেশ পাশবিক ছিল। তাছাড়া আমি বেশ নার্ভাসও ছিলাম। তবে আলিয়ার সঙ্গে চুমুর ব্যাপারটি ছিল অন্যরকম। এখানে আমার আর আলিয়ার- দুই চরিত্রের মধ্যেই প্রেম ছিল, তাই বেশ কোমল আর মধুর ছিল চুমুটি।”

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত