কানের লালগালিচায় একসঙ্গে ৮২ নারী
প্রকাশ : ১৩ মে ২০১৮, ১৮:২৭
বিশ্বের বিভিন্ন প্রান্তে চলচ্চিত্র শিল্পে সংগ্রামরত নারীদের পক্ষে সংহতি জানিয়ে একত্রিত হয়েছেন এ শিল্পের সঙ্গে যুক্ত ৮২ নারী । কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় একত্রিত হয়ে এ সংহতি প্রকাশ করেন তারা।
১২ মে (শনিবার) বিকেলে চলচ্চিত্র শিল্পের অন্যতম সম্মানজনক এই আয়োজনে দেখা গেলো এমন মুহূর্ত। তাদের মধ্যে ছিলেন জেন ফন্ডা, সালমা হায়েক, কেট ব্ল্যানচেট ও মারিয়ন কঁতিয়ার মতো বিখ্যাত তারকারা।
কানের ৭১ বছরের ইতিহাসে মূল প্রতিযোগিতা বিভাগে এখন পর্যন্ত ৮২ জন নারী নির্মাতার ছবি স্থান পেয়েছে। তাই লালগালিচায় সংহতি প্রকাশে ৮২ জন নারী একত্রিত হন। ৮২ নারী সমবেত হওয়ার পর একটি বিবৃতি পড়ে শোনান বর্ষীয়ান ফরাসি নারী নির্মাতা আনিয়েস বারদা ও এবারের মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকদের প্রধান অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। তারা বলেন, 'আমরা যেখানেই যে কাজ করি না কেন, আমাদের সবসময় চ্যালেঞ্জ নিতে হয়। নিজেদের সংকল্প ও এগিয়ে যাওয়ার অঙ্গীকারের প্রতীক হিসেবে আজ আমরা এই সিঁড়িতে (পালে দো ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে ঢোকার মূল ফটকের) একসঙ্গে দাঁড়িয়েছি।'
হলিউডের নিন্দিত প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের যৌন কেলেঙ্কারি ফাঁসের ঘটনার পর এটাই কানের নতুন আসর।
ফরাসি সৈকতে গত ৮ মে শুরু হওয়া কান উৎসব চলবে ১৯ মে পর্যন্ত।