তামান্নার উচ্চ শিক্ষার শঙ্কা কাটলো
প্রকাশ : ০১ জুন ২০১৭, ০২:৩৩
চলতি বছর জিপিএ ফাইভ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ গাজীপুরের কাপাসিয়ার মেয়ে তামান্নার উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কা কেটে গেছে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে মেধাবী তামান্নার শিক্ষার দায়িত্ব নিলেন কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকসুদুল ইসলাম।
জানা যায়, উপজেলার তরগাঁও ইউনিয়নের মৈশন গ্রামের তাজউদ্দীন ও এমিলি বেগমের মেয়ে তামান্না। কিন্তু বাবা থেকেও নেই। তার বয়স যখন ১৮ মাস তখন তার বাবা-মা আলাদা হয়ে যায়।
দিগধা গ্রামের নানা বাড়িতে থেকে অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে তামান্নার মা। চলতি বছর উপজেলার ফকির সাহাবুদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ প্লাস পেয়ে উত্তীর্ণ হলেও অর্থাভাবে সে তার উচ্চ শিক্ষা নিয়ে শঙ্কিত হয়ে পড়ে।
এ বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি গাজীপুরের জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করে। তিনি কাপাসিয়ার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাকসুদুল ইসলামকে এ মেয়েটির পড়ালেখার যাবতীয় ব্যয়ভার বহনের নির্দেশ দেন।
এরপর ২৯ মে (সোমবার) বিকালে উপজেলা নির্বাহী অফিসার তামান্নার নানা বাড়ি মৈশন গ্রামে উপস্থিত হয়ে কলেজে ভর্তি হবার জন্য প্রাথমিকভাবে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। পরবর্তীতে প্রতিমাসে তার শিক্ষার খরচ নিয়মিত প্রদানের আশ্বাস প্রদান করেন।
এ সময় অন্যান্যের মাঝে ফকির সাহাবুদ্দীন আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোশাররফ হোসেন ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
পরে তামান্না জানায়, এ আর্থিক সহযোগিতা পেয়ে সে গাজীপুরের জেলা প্রশাসক ও কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট কৃতজ্ঞ। ভালভাবে লেখাপড়া করে সে সকলের মুখ উজ্জ্বল করবে।