৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানে সবাই অকৃতকার্য
প্রকাশ : ০৪ মে ২০১৭, ১৫:০৮
জাগরণীয়া ডেস্ক
মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় এবার ৮০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, যাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪ হাজার ৭৬১ জন। কিন্তু এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় দেশের ৯৩টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই কৃতকার্য হতে পারেনি।
গত বছর ৫৩টি প্রতিষ্ঠানের সব শিক্ষার্থী ফেল করেছিল। সেই হিসেবে এবার শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৪০টি।
এর মধ্যে মাদ্রাসা বোর্ডের ৮২টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী এবার ফেল করেছে। ঢাকা, কুমিল্লা, যশোর ও বরিশাল বোর্ডে দুটি করে, রাজশাহী, চট্টগ্রাম ও দিনাজপুর বোর্ডে একটি করে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। তবে সিলেট ও কারিগরি বোর্ডে এবার এরকম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই।