জাবিতে অপহৃত ছাত্রীকে উদ্ধারের দাবী ছাত্র ইউনিয়ন এর

প্রকাশ : ২০ জুন ২০১৬, ১৫:১১

জাগরণীয়া ডেস্ক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতির অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে গতকাল অপহৃত ছাত্রীকে উদ্ধারের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংসদ। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ইমরান নাদিম ও সাধারণ সম্পাদক আবিদ সরকার সোহাগ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ দাবী জানানো হয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা যায়, গতকাল (১৯ জুন) বিশ্ববিদ্যালয়ের বিশমাইল গেট থেকে এক তরুণী এক যুবকের সঙ্গে কথা বলতে বলতে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ক্লাবের দিকে আসছিলেন। তারা ক্লাবের সামনে এলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পান্দুয়া এলাকা থেকে একটি মাইক্রোবাস (ঢাকা মেট্রো চ-১৩৯১০৩) কর্মচারী ক্লাবের দিকে আসে। গাড়িটি তাদের পাশে এসে থামলে সঙ্গে থাকা যুবক এবং গাড়িতে থাকা লোকজন তরুণীকে জোর করে গাড়িতে ওঠানোর চেষ্টা করে। এ সময় ওই তরুণী চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। কিন্তু লোকজন গাড়ির কাছে পৌঁছানোর আগেই মেয়েটিকে তুলে গাড়িটি দ্রুত ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। লোকজন সেখানে গিয়ে মেয়েটির ডান পায়ের একটি জুতা, একটি কানের দুল ও একটি পাসপোর্ট সাইজের ছবি পড়ে থাকতে দেখে।

তবে তরুণী অপহরণের ঘটনাটি দুপুরে ঘটলেও রবিবার রাত পর্যন্ত অপহৃত সেই তরুণীর কোনো তথ্য পাওয়া যায়নি। রাত সাড়ে ১১টায় জাবির সাবেক এই শিক্ষার্থীর (অপহৃত তরুণী) অপহরণের তথ্যটি নিশ্চিত করেন তার ভাই সাইমুন ইসলাম। অপহৃত তরুণী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ৩৬তম ব্যাচের শিক্ষার্থী এবং সাভারের একটি বেসরকারী স্কুলে শিক্ষকতা করেন বলে জানান সাইমুন।

ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন, সাম্প্রতিক কালে ক্যাম্পাসে বিভিন্ন ছিনতাই ও অপহরণের ঘটনা ঘটেছে এবং তা প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে নি। তারই ধারাবাহিকতায় গতকালের অপহরণের ঘটনাটি ঘটেছে। তাই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অপহৃত ছাত্রীকে অতি দ্রুত উদ্ধারের ব্যবস্থা গ্রহণ করার এবং অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত