‘জঙ্গিবাদ হোতাদের বাঁচাতেই বিচার বহির্ভূতভাবে ফাহিম হত্যা’

প্রকাশ : ১৮ জুন ২০১৬, ২১:০০

জাগরণীয়া ডেস্ক

আজ এক যৌথ বিবৃতিতে কলেজ শিক্ষক রিপন চক্রবর্তী হত্যাচেষ্টার মামলার রিমান্ডে থাকা গোলাম ফয়জুল ফাহিমের পুলিশি অভিযানে বিচারবহির্ভূতভাবে মৃত্যুবরণে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার ও সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ।

বিবৃতিতে বলা হয়, জঙ্গিবাদের অভিযোগে অভিযুক্ত প্রান্তিক পর্যায়ের মৌলবাদী জঙ্গিমতাদর্শে বিশ্বাসীদেরকে বিচার বহির্ভূতভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করা কখনো জঙ্গিবাদের সমাধান হতে পারে না। এর মাধ্যমে জঙ্গিবাদে মদতদানকারী নেপথ্যের জাতীয় এবং আন্তর্জাতিক কুশিলবরা আড়ালে থেকে যাচ্ছে। মূলহোতারা আড়ালে থেকে ধর্মভীরু কিছু তরুণদেরকে বিভ্রান্ত করে হিংসাত্মক কর্মকান্ডে নিয়োজিত করছে। আর পুলিশ প্রশাসন মূল হোতাদের আড়াল করে সেই পথভ্রষ্ট তরুণদেরকে বিচার বহির্ভূতভাবে মৃত্যুবরণ করতে বাধ্য করছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত