ছাত্র ইউনিয়নের সংবাদ সম্মেলন

জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষাখাতে বরাদ্দের দাবি

প্রকাশ : ০২ জুন ২০১৬, ০১:১৫

জাগরণীয়া ডেস্ক

আসন্ন বাজেট অধিবেশনকে সামনে রেখে জাতীয় বাজেটে অর্থবরাদ্দের দাবিতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে, ১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।

সম্মেলনে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সভাপতি লাকী আক্তার, লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ও ঢা.বি. সংসদের সভাপতি লিটন নন্দী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢা.বি. সংসদের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সহ-সভাপতি জ্যোতির্ময় চক্রবর্তী, ঢাকা মহানগর সংসদের সদস্য ফয়জুর মেহেদী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক মশিউর সজীবসহ বিভিন্ন সংসদের নেতৃবৃন্দ।

লিখিত বক্তব্যে বিভিন্ন উন্নত এমনকি বাংলাদেশের চেয়েও অনুন্নত দেশের সাথে, শিক্ষা বাজেটে বাংলাদেশের চেয়ে বেশি বরাদ্দের উদাহরণ তুলে ধরা হয়। ইউনেস্কো সদস্য হিসেবে শিক্ষাখাতে জাতীয় বাজেটে ২৫ ভাগ বরাদ্দ দিতে বাংলাদেশ প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা।

সংবাদ সম্মেলন থেকে নিম্নোক্ত দাবি উত্থাপন করা হয়
১। শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ ভাগ ও জাতীয় বাজেটের ২৫% বরাদ্দ করতে হবে। এ লক্ষ্যকে সামনে রেখে আগামী (২০১৬-২০১৭) অর্থবছরে বাজেটে ন্যূনতম ১৬ ভাগ বরাদ্দ দিতে হবে।
২। শিক্ষা বাজেটের সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে যুক্ত করা যাবে না। সামরিক শিক্ষা প্রতিষ্ঠানের ব্যয়ভার প্রতিরক্ষা খাতের অর্ন্তভূক্ত হতে হবে।
৩। সমগ্রদেশে একইধারার প্রাথমিক শিক্ষা নিশ্চিতকল্পে সমগ্রদেশের প্রাথমিক শিক্ষাকে আগামী পাঁচ বছরের ভেতর জাতীয়করণের বিশ্বাসযোগ্য ও সুনির্দিষ্ট রূপরেখা এবারের জাতীয় বাজেটে থাকতে হবে।

ছাত্র সমাজেরে কাঙ্খিত বরাদ্দ, শিক্ষাখাতে আসন্ন বাজেটে নিশ্চিত করা না হলে নিম্নোক্ত আন্দোলন কর্মসূচি গ্রহণ করা হবে।

কর্মসূচি
১। শিক্ষা খাতে জাতীয় আয়ের ৮ ভাগ অথবা জাতীয় বাজেটের ২৫% ভাগ বরাদ্দের লক্ষ্যকে সামনে রেখে (২০১৬-১৭) অর্থবছরে ন্যূনতম ১৬ ভাগ বরাদ্দের দাবিতে জাতীয় সংসদের স্পিকার ও সংসদ সদস্যদের প্রতি খোলা চিঠি প্রেরণ।

২। দাবি মানা না হলে আগামী ৫ জুন সারাদেশব্যাপী একযোগে ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে অপরাজেয় বাংলার পাদদেশে বেলা ১২টায় ছাত্র বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

সাংবাদিকবৃন্দের প্রশ্নের জবাবে নেতৃবৃন্দ বলেন অত্যন্ত দুঃখের বিষয় স্বাধীনতা পরবর্তী বাজেটেই শিক্ষাখাতে প্রায় ২০ ভাগ বরাদ্দ দেওয়া হয়েছিলো। কিন্তু, তার পরবর্তী সকল বাজেটেই শিক্ষাখাতে বরাদ্দকে প্রায় তলানীতে নিয়ে ঠেকানো হয়েছে। ছাত্র ইউনিয়ন শিক্ষার প্রশ্নে ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিক, সংস্কৃতি কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একতাবদ্ধ করতে ‘শিক্ষা বাঁচাও আন্দোলন’ নামক সংঘবদ্ধ প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত