শুরু হল ঢাবি শিক্ষক সমিতির নির্বাচন
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০১৬, ১৩:২০
জাগরণীয়া ডেস্ক
আগামী এক বছরের ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সকাল ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এ নির্বাচন।
নীল দল থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে অধ্যাপক ড.এ এস এম মাকসুদ কামালকে এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড.রহমত উল্যাহ। আর বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল থেকে সভাপতি পদে প্রার্থী হিসেবে রয়েছেন দলটির আহ্বায়ক অধ্যাপক ড.সিরাজুল ইসলাম। আর সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড.লুৎফর রহমান।
এ ছাড়া বাম দল সমর্থিত গোলাপী দল থেকে সভাপতি হিসেবে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড.এম এম আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন অধ্যাপক ড.শেখ হাফিজুর রহমান কার্জন।