ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি দিল ছাত্রলীগ নেতা

প্রকাশ : ২৫ অক্টোবর ২০১৬, ১২:৩৫

জাগরণীয়া ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) এক ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি দিয়েছে এক ছাত্রলীগ নেতা। তার নাম মাসুদ আলম। তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

আটক মাসুদ আলম বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক ও অর্থনীতি বিভাগের অষ্টম ব্যাচের ছাত্র।

সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলের সামনে থেকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম মাসুদকে আটক করেন।

ওসি নজরুল ইসলাম জানান, আমরা মাসুদ আলমকে বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রীর অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আইনুল হক বলেন, ওই ছাত্রী শ্লীলতাহানির হুমকির বিচার চেয়ে প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেন। মাসুদকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বলে জেনেছি।

0Shares
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত