পরিচয় মিলেছে সেই রাবি শিক্ষার্থীর

প্রকাশ : ১২ এপ্রিল ২০১৯, ১৭:০৩

জাগরণীয়া ডেস্ক

ফেনীতে মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে মারার ঘটনায় বিকৃত মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে পড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মামুন বিল্লাহর পরিচয় মিলেছে। ২০১২-১৩ শিক্ষা বর্ষের নিয়মিত শিক্ষার্থী মামুন বিল্লাহ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ থেকে সদ্য পাশকৃত ছাত্র। বর্তমানে তিনি এসিআই মটরস নামক প্রাইভেট কম্পানিতে সেলস কর্মকর্তা হিসেবে দায়িত্বরত আছেন।

সারাদেশ যখন নুসরাত হত্যার ঘটনায় ক্ষোভে উত্তাল তখন একটি অনলাইন নিউজ পোর্টালে সেই মাদ্রাসা ছাত্রী নুসরাতকে নিয়ে নিউজ করা হলে সেখানে রাবি ছাত্র মামুন বিল্লাহ কমেন্ট করেন- ‘মেয়েটা কিন্ত জোস ছিল, মালটা ধর্ষণ করার মতোই ছিল’। তার এমন বিকৃত মন্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেন অনেকেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীর এমন কর্মকাণ্ডে তীব্র নিন্দা ও ঘৃনা প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়টির সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। ডিজিটাল আইনে তার শাস্তিও দাবি করেছেন অনেকে। তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবিও জানিয়েছেন কেউ কেউ। 

এদিকে তোপের মুখে নিজের ফেসবুক আইডি ডিঅ্যাকটিভ করে রেখেছেন ঐ শিক্ষার্থী। তার মুঠোফোনও বন্ধ রয়েছে বর্তমানে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত