বিভেদের দেয়াল ভেঙ্গে ‘মহানুভবতার দেয়াল’

প্রকাশ : ০৯ আগস্ট ২০১৮, ১২:২৪

জাগরণীয়া ডেস্ক

অসাধারণ এক স্কুলের সাথে বাংলাদেশের পরিচয় হোক। ব্যতিক্রমী স্কুলটির নাম - দক্ষিণ মুকসুদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়। কিশোরগঞ্জে অবস্থিত।

এই স্কুলে একটি দেয়াল আছে যার নাম ‘মহানুভবতার দেয়াল’​।

দেয়ালের বা পাশে লেখা - তোমার যা প্রয়োজন নেই তা এখানে রেখে যাও

আর ডান পাশে লেখা- তোমার দরকারী জিনিস পেলে নিয়ে যাও

সেখানকার ছাত্র ছাত্রীরা তাদের অব্যবহৃত জামাকাপড় ও অন্যান্য জিনিসপত্র সেখানে সাজিয়ে রেখে চলে যায়। আর যখন যাদের যা দরকার তারা সেখান থেকে নিজের মনে করে বাড়ি নিয়ে যায়।

আমি মুগ্ধ, অভিভূত। 

স্কুলের সকল ছাত্র ছাত্রী থেকে শুরু করে তাদের শিক্ষক শিক্ষিকাদের অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। বিভেদের দেয়াল ভেঙ্গে ভালোবাসার মানবিকতার যে দেয়াল গড়ে তুলেছে দক্ষিণ মুকসুদপুরবাসী সে কথা জানুক পুরো বিশ্ব। ‘মহানুভবতার দেয়াল’​  কনসেপ্ট ছড়িয়ে পড়ুক সারা বাংলার প্রতিটি স্কুলে স্কুলে।

রাফিউজ্জামান সিফাত এর ফেসবুক থেকে​

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত