সায়েন্স ল্যাবরেটরিতেও বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ১৪:২০

জাগরণীয়া ডেস্ক

বেপরোয়া বাসের চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদে মিরপুর-১ থেকে মিরপুর-১০ পর্যন্ত সড়কে অবস্থান নিয়েছে বিক্ষোভ করেছেন কমার্স কলেজ ও বিসিআইসি কলেজের শত শত শিক্ষার্থী।

শিক্ষার্থীরা সড়ক হত্যা বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে সড়কে মিছিল করছেন।  এসময় তারা সড়ক হত্যায় জড়িত পরিবহনের মালিক, শ্রমিকদের কঠোর শাস্তি দাবি করছেন। পাশাপাশি দুই শিক্ষার্থীর মৃত্যুতে হাসতে হাসতে প্রতিক্রিয়া জানানোয় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের পদত্যাগ দাবি করছেন। 

মিরপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, বেলা ১২টার দিকে কলেজের শিক্ষার্থীরা মিরপুর-১ ও সনি সিনেমা হলের মোড়ে শিক্ষার্থীরা ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল করতে থাকেন। এসময় ঐ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। যান চলাচল এখন স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য,  গত ২৯ জুলাই (রবিবার) বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থীরা বাসের জন্য ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন। এ সময় জাবালে নূর পরিবহনের একটি বাস এলে শিক্ষার্থীরা উঠতে চেষ্টা করে। তখন জাবালে নূর পরিবহনের আরেকটি বাস বাম পাশ দিয়ে এসে দুই শিক্ষার্থীকে চাপা দেয়। নিহতরা হলেন— শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আব্দুল করিম ও একাদশ শ্রেণির শিক্ষার্থী দিয়া খাতুন মিম। ঘটনাস্থলেই এদের মৃত্যু ঘটে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যে, মিরপুর-আব্দুল্লাহপুর রুটের জাবালে নূরের একাধিক বাস পাল্লাপাল্লি করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত