বিতর্কিত মন্তব্য: নেপালি মন্ত্রীর বিরুদ্ধে ছাত্রীদের বিক্ষোভ

প্রকাশ : ২৪ জুলাই ২০১৮, ১৮:১৯

জাগরণীয়া ডেস্ক

বাংলাদেশের মেডিকেল কলেজে পড়তে আসা নেপালের নারী শিক্ষার্থীদের নিয়ে দেশটির  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী শের বাহাদুর তামাং নেতিবাচক মন্তব্য করায় বিক্ষোভে ফেটে পড়েছেন নেপালের ছাত্রীরা।

২৪ জুলাই (মঙ্গলবার) বাংলাদেশে পড়তে আসা দেশটির শিক্ষার্থীরা মন্ত্রীর বিরুদ্ধে  ঢাকার নেপাল দূতাবাসে স্মারকলিপিও দিয়েছেন। স্মারকলিপিতে  নেপালের আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়।

জানা গেছে নেপালের আইনমন্ত্রী শের বাহাদুর তামাং মন্তব্য করেছেন, বাংলাদেশে এমবিবিএস  কোর্সে পড়তে যাওয়া নেপালের ছাত্রীরা নিজেকে বিক্রি করে দিয়ে সার্টিফিকেট অজর্ন করেন।

এদিকে, মন্ত্রীর এ ধরণের বক্তব্যে উত্তাল হয়ে উঠেছে কাঠমুন্ডু। দেশটির গণমাধ্যম ছাড়াও  সোস্যাল মিডিয়ায় তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। গত ২৩ জুলাই ওই বক্তব্যের জন্য ক্ষমা চান নেপালের মন্ত্রী। প্রত্যাহার করেছেন নিজের বক্তব্য। যদিও কাঠমান্ডুতে এখনও তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত