পরীক্ষা বর্জন করছেন না কোটা আন্দোলনকারীরা
প্রকাশ : ১৫ মে ২০১৮, ১৩:৫০
জাগরণীয়া ডেস্ক
কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে চলমান ছাত্র ধর্মঘটে পরীক্ষা বর্জন না করার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনকারীরা।
১৫ মে (মঙ্গলবার) দুপুরে কোটা আন্দোলন পরিচালনাকারী বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন এ সিদ্ধান্তের কথা জানান।
এ প্রসঙ্গে তিনি সাংবাদিকদের বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস বর্জন করেছে শিক্ষার্থীরা। সরয়ারের আশ্বাসে এই মুহুর্তে আমরা কঠোর হচ্ছি না। সামনে রমজান মাস হওয়ার কারণে পরীক্ষা বর্জন করলে সেশনজটে পড়ার সম্ভবনা রয়েছে। তিনি সবাইকে পরীক্ষায় অংশগ্রহণ করার আহবান জানান।
এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বর্জন হলেও নির্ধারিত পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হওয়ার খবর পাওয়া গেছে।