‘হুমকি দেয়াটা বাড়াবাড়ি’

প্রকাশ : ১৪ মে ২০১৮, ১৭:০০

জাগরণীয়া ডেস্ক

সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার সংস্কার চেয়ে যারা আন্দোলন করছেন তাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা নিয়ে আমি তো আগেই সিদ্ধান্ত দিয়ে দিয়েছি। আমরাতো বলেছি, আমরা এটা করবো। কিন্তু এখনই এটা করতে হবে? এ জন্য তো সময় লাগবে। আমি তো বলেছি কোটা থাকবে না। এরপরও আল্টিমেটাম, আন্দোলনের হুমকি দেয়া হচ্ছে। এটার তো কোনো যুক্তি নেই। কোটার বিষয়টি বাস্তবায়ন করতে সময় লাগবে। তারপরও হুমকি দেয়াটা বাড়াবাড়ি।

১৪ মে (সোমবার) মন্ত্রিসভার বৈঠকের পর অনানুষ্ঠানিক আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকটি অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোটা বাতিলের ঘোষণা প্রজ্ঞাপন আকারে জারি না হওয়ায় সরকারি চাকরিতে কোটা বাতিলের প্রজ্ঞাপন চেয়ে ক্লাস বর্জন করে হাজার হাজার আন্দোলনকারী অবস্থান নিয়েছেন রাজধানীর শাহবাগে। 

১৪ মে (সোমবার) সকাল থেকে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শিক্ষার্থীরা এ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেয় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদেরর ব্যানারে সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে একটি বিক্ষেভ মিছিল শুরু হয়। মিছিলটি মধুর ক্যান্টিন, বিজনেস ফ্যাকাল্টি, জিয়া হল, সূর্যসেন হল হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফের গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়।

এ সময় কালক্ষেপণ না করে অবিলম্বে চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারে প্রজ্ঞাপন জারির আহ্বান জানিয়ে স্লোগান দেয় তারা। মিছিলে শিক্ষার্থীরা, ‘আর নয় কালক্ষেপণ, দিতে হবে প্রজ্ঞাপন’, শেখ হাসিনার ঘোষণা, বাস্তবায়ন করতে হবে’ ইত্যাদি স্লোগান দেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত