প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

প্রকাশ : ০৮ মে ২০১৮, ১০:৪১

জাগরণীয়া ডেস্ক

‘গ্লোবাল উইমেনস লিডারশিপ’ অ্যাওয়ার্ড পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

৭ মে (সোমবার) প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের শুরুতে এই অভিনন্দন জানানো হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

গত ২৭ এপ্রিল ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশসহ এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে শেখ হাসিনার নেতৃত্বের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন এই পুরস্কার দেয়।

জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনের তিনটি সহযোগী সংগঠনের নির্বাচনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সদস্য পদে জয়ের খবর মন্ত্রিসভাকে জানানো হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০১৯-২০২২ মেয়াদের জন্য জাতিসংঘের কমিশন অন দ্য স্ট্যাটাস অব উইমেন (সিএসডব্লিউ), ইউনিসেফের তহবিল পরিচালনা পরিষদ এবং ইউএন উইমেনের পরিচালনা পর্ষদের সদস্য নির্বাচিত হয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। এই নির্বাচনে তিনটি ক্যাটাগরিতেই এশিয়া প্যাসিফিক গ্রুপ বাংলাদেশের নাম প্রস্তাব করে। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কমিশনভুক্ত ৫৪টি রাষ্ট্রের সবগুলো নির্বাচনে অংশ নেয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত