‘চিকিৎসা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত’

প্রকাশ : ১৩ মে ২০১৮, ০১:০৭

জাগরণীয়া ডেস্ক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও সেবিকাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা রোগীদের চিকিৎসাসেবাটা ভালোভাবে দেবেন। ওষুধের চেয়ে একজন ডাক্তারের মুখের কথাতেই অর্ধেক অসুখ কিন্তু ভালো হয়ে যায়। কারণ, আমরা তো রোগী হই মাঝে মাঝে, আমরা বুঝি।’

১২ মে (শনিবার) সকালে রাজধানীর মুগদায় জাতীয় নার্সিং উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসক ও সেবিকাদের প্রতি এই আহ্বান জানান। 

প্রধানমন্ত্রী বলেন, ‘ডাক্তার ও নার্সদের মধ্যে এই কথাটা থাকতে হবে যে, মানুষ যখন রোগী হয়ে আসে তখন ওষুধের থেকেও কিন্তু ডাক্তার-নার্সদের কথাবার্তা, ব্যবহার ও সহানুভূতিশীল মনোভাব দেখেও অর্ধেক রোগ ভালো হয়ে যায়। আন্তরিকতা, দায়িত্বরোধ এটাই সব থেকে গুরুত্বপূর্ণ। আমি দোষ দেই না, কারণ আমাদের লোকসংখ্যা এত বেশি আর ডাক্তার-নার্স এত কম, এত বেশি রোগী দেখতে হয় এতে মেজাজ ঠিক রাখাও কঠিন হয়ে পড়ে।’

চিকিৎসাসেবাকে একটি মহান ব্রত উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘চিকিৎসা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। আপনারা নিষ্ঠা ও মেধা প্রয়োগ করে বিশেষজ্ঞ হয়েছেন। আর্তপীড়িত মানুষের সেবাদানের জন্য সামর্থ্য অর্জন করেছেন। এখানেই শেষ নয়, আপনাদের মধ্যে সেবাদানের মনোভাব তৈরি করতে হবে। প্রতিটি রোগীকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে সেভাবে সেবা প্রদান করতে হবে

প্রধানমন্ত্রী তাঁর সরকারের আমলে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যও তুলে ধরেন। তিনি বলেন, আমরা চাই মানুষ যাতে এলাকায় এলাকায় চিকিৎসা সেবা পায়। কারণ দূরে হাসপাতালে নিতে নিতেই রোগী মারা যায়।

শেখ হাসিনা তাঁর বক্তব্যে সরকারি অ্যাম্বুলেন্স রক্ষণাবেক্ষণের বিষয়েও জোর দেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত