‘বিশ্বায়নের যুগে মেধাচর্চার বিকল্প নেই’

প্রকাশ : ২৯ জানুয়ারি ২০১৮, ১৫:৫২

জাগরণীয়া ডেস্ক

একবিংশ শতাব্দীতে অর্থনীতির চালিকাশক্তি হবে এশিয়া। এই যাত্রায় বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নেতা থাকবে নতুন প্রজন্মের শিক্ষার্থীরা। তাই জ্ঞান-নির্ভর এই বিশ্বায়নের যুগে মেধাচর্চার কোনো বিকল্প নেই- বললেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

২৮ জানুয়ারি (রবিবার) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) ১৯তম সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, ব্যক্তিজীবনে লক্ষ্য নির্ধারণ করে সফলতা অর্জন এবং সেই সফলতাকে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ছড়িয়ে দেওয়াটা জরুরি।

আইইউবির এই সমাবর্তন অনুষ্ঠানে ১ হাজার ১১৯ শিক্ষার্থীকে সনদ দেওয়া হয়। এর মধ্যে স্নাতক সনদপ্রাপ্ত হন ৮২৩ শিক্ষার্থী এবং স্নাতকোত্তর সনদপ্রাপ্ত হন ২৯৬ শিক্ষার্থী।

সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও আইইউবির উপাচার্য প্রফেসর এম ওমর রহমান প্রমুখ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত